এমপাওয়ারমেন্ট এন্ড হিউম্যান ডেভেলাপমেন্ট সোসাইটি (ইএইচডিএস)

Empowerment & Human Development society (EHDS)

সর্বশেষ:

Latest news

মিশন

1। জেলায় অশিক্ষিত ও নিরক্ষর নারীদের বিশেষ শিক্ষার ব্যবস্থা করা।
2। এলাকায় নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও জন্ম নিয়ন্ত্রণ,মা ও শিশুর স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকল্পে ব্যবস্থ্যা গ্রহন করা।
3। দরিদ্র জনগোষ্ঠির মধ্যে শিক্ষা,স্বাস্থ্য ও কারিগরী শিক্ষা,নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশন এবং তাদের পূণর্বাসনের পদক্ষেপ গ্রহনের মাধ্যমে জীবনমান উন্নয়ন করা।
4। শিক্ষিত,অশিক্ষিত,বেকার,সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশু কিশোর-কিশোরী,যুবক-যুবতী এবং নারী পুরুষদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে কর্ম সংস্থানের সহায়তা করা।
5। শিশুদের আনন্দের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা এবং ভবিষ্যৎ সুনাগরিক রুপে গড়ে তোলার পদক্ষেপ গ্রহন করা।
6। সংগঠনের নিজস্ব উদ্যোগে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সহ ঔষুধ সামগ্রীর ব্যবস্থা করা।
7। মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা ও রক্ষার ব্যাপারে সংগঠনের নিজস্ব উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা এবং সরকারের অব্যাহত প্রচেষ্ঠাসমূহে সহযোগিতা করা।
8। আদিবাসী নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে জনশক্তিতে রুপান্তর করা এবং এলাকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি করা।
9। সংস্থার আয় বৃদ্ধিকল্পে বিভিন্ন প্রকল্প যেমন হাঁস-মুরগরি খামার স্থাপন,মৎস চাষ,ছাগলের খামার,গরু মোটা তাজাকরণ প্রকল্প,নাসারী স্থাপনসহ বিভিন্ন প্রকল্প গ্রহন। পাশাপাশি শিক্ষিত অর্ধ শিক্ষিত বেকার যুবক-যুব মহিলাদের কর্ম সংসস্থান তৈরি করা।
10। কুসংস্কার ও প্রচলিত নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসতে সহায়তা করা্।
11। জাতীয় ও ধর্মীয় দিবস সমূহ যথাযোগ্য মর্যাদায় পালন ও উদযাপন করা।
12। এলাকাবিত্তিক সুবিধা অনুযায়ী দল গঠনের মাধ্যমে একতাবদ্ধ করা, একে অন্যকে সাহায্য করা, মানকবক মূল্যবোধ সৃষ্ঠি করা।
13। দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করা এবং বৃত্তি পরীক্ষার ব্যবসা করা।
14। নারী সমাজকে র্নিভরশীলতার অভিশাপ থেকে মুক্ত করে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং অর্থর্নৈতক ভূমিকা জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় র্কাযক্রম পরিচালনা করা। গৃহবধূ ও বিধবাদের কুঠির শিল্প ও হাঁস-মুরগী প্রতিপালন, নার্সারী, সব্জি, ফলমূল চাষের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা।
15। নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্ঠা চালানো এবং পরিবেশ উন্নয়নের উদ্বুদ্ধ করা।
16। যৌতুক বিরোধী র্কাযক্রম গ্রহন করা যেমন নিজেরা যৌতুক নিব না বা অন্যকে যৌতুক গ্রহনে নিরুৎসাহিত করা।
17। পথ শিশুদের কল্যানে প্রাইমারী শিক্ষার বিশেষ ব্যবস্থা করা।