এমপাওয়ারমেন্ট এন্ড হিউম্যান ডেভেলাপমেন্ট সোসাইটি (ইএইচডিএস)

Empowerment & Human Development society (EHDS)

সর্বশেষ:

Latest news

লক্ষ্য ও উদ্দেশ্য

নিঃর্স্বাথভাবে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আর্থ মানবতার সেবায় আত্ননিয়োগ এই সংস্থার আদর্শ ও লক্ষ্য উদ্দেশ্য। একটি স্বেচ্ছাসেবী, সমাজ কল্যানমূলক, অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে এক বা একাধিক উন্নয়নমূলক র্কাযক্রমের সমন্বয়ে পিছিয়ে পড়া দরিদ্র নারী ও শিশুদের ভাগ্য উন্নয়নের কাজ করা এই সংস্থার প্রধান লক্ষ্য।

প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সমূহ-
1। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা।
2। প্রাথমিক ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান করা।
3। দারিদ্র বিমোচনের লক্ষ্যে কর্মমুখী শিক্ষার মাধ্যমে যুব পুরুষ-মহিলাদেরকে উদ্বুদ্ধ করা।
4। পরিবেশ দূষণ রোধে পরিবেশ বান্ধব চুলার ব্যবহারের জন্য সচেতনতা সৃষ্ঠি করা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা।
5। যুব পুরুষ মহিলাদেরকে ব্যবসা সর্ম্পকিত সাহায্য করার মাধ্যমে সফল উদ্দোক্তা হিসাবে গড়ে তোলা।

 

ক্রমপ্রাপ্ত স্বীকৃতির নামপ্রদানকারী প্রতিষ্ঠানের নামতারিখ/সন
01Alumni Excellence AwardUS Embassy Dhaka2013
02Best Social Action PlanBritish Council2012
03